মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

গাজীপুরে গাঁজাসহ চার কারবারি গ্রেপ্তার 

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে গাঁজাসহ চার কারবারি গ্রেপ্তার 

গাজীপুর মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অভিযানে ২২ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় গত শুক্রবার রাতে গোয়েন্দা বিভাগ গোপন সূত্রে খবর পায় যে, জিএমপির সদর থানা মারিয়ালী কলাবাগান পশ্চিমপাড়া এলাকায় কয়েকজন পেশাদার মাদককারবারি মাদকসহ অবস্থান করছে। 

ওই সংবাদের ভিত্তিতে জিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবু তেরাব মো. শামসুর রহমানের নেতৃত্বে মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) এসআই মো. কামরুল হাসান, এএসআই শরীফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ রাতে সদর থানার মারিয়ালী কলাবাগান পশ্চিমপাড়া এলাকা হতে নুরু মিয়া ও মনি বেগমকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে পরে তাদের দেয়া তথ্যে থানার পাজুলিয়া দক্ষিণপাড়া হতে রুমি বেগম ও মো. নাজমুল হোসেন নামের আরেক কারবারিকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। 

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

টিএইচ